হলধর দাস।। নরসিংদী মুছলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বঙ্গবন্ধু জেলা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ও ১ম বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন উপলক্ষে প্রাক্তন খেলোয়ারদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি নাইমুর রহমান দূর্জয় এমপি।
নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু নইম মোহাম্মদ মারুফ খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক তাভীর আহমেদ টিটু। নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শাহীনুল ইসলাম ভূইয়ার সার্বিক তত্বাবধানে এবং মোঃ আলতাফ রানার সঞ্চালনায় দিন ব্যাপী এ অনুষ্ঠানে নরসিংদীর বর্তমান ও সাবেক খেলোয়াড়গণ স্ব-পরিবারে মিলন মেলায় মিলিত হয়।