• নরসিংদী
  • রবিবার, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ৩১ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ;   ৩১ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

বিপিএল ২০২৩: জয় দিয়ে সিলেট স্ট্রাইকার্সের যাত্রা শুরু


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ০৬ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:০৫ পিএম
বিপিএল ২০২৩: জয় দিয়ে সিলেট স্ট্রাইকার্সের যাত্রা শুরু
খেলোয়াড়বৃন্দ

ইউএনবি : মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স।

ম্যাচটি দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগেই খেলা শুরু হয়।

টসে জিতে চট্টগ্রামকে প্রথমে ব্যাট করতে পাঠায় সিলেট।

হতাশাজনক পারফর্মেন্সের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় চট্টগ্রামের। মেহেদী মারুফ ৩ ওভারে মাত্র ১১ রান করে আউট হন এবং আফগান ক্রিকেটার দারভিশ রাসুলি চতুর্থ ওভারে মাত্র ৩ রানে আউট হন।

আল-আমিনও মাত্র ১৮ রানে গুটিয়ে যান। অধিনায়ক শুভাগত হোমের পারফর্মেন্স চট্টগ্রামের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দেয়।

তবে আফিফ হোসেন ২৩ বলে ৩ চারের সাহায্যে ২৫ রান করে ইনিংসটিকে ট্র্যাকে ফিরিয়ে আনেন। ৭ রানে আউট হওয়ায় বড় স্কোর করতে পারেননি উনমুক্ত চাঁদ। মৃত্যুঞ্জয় চৌধুরী এর সঙ্গে ৩ রান যোগ করেন এবং আউট হওয়ার আগে নিহাদুজ্জামান ৮ রান করেন। মালিন্দা পুষ্পকুমারা ও মেহেদী হাসান রানা শেষ পর্যন্ত অপরাজিত থাকেন এবং যথাক্রমে ৬ ও ২ রান যোগ করেন।

২০ ওভার শেষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৯ উইকেট হারিয়ে ৮৯ রান করে।

সিলেটের হয়ে রেজাউর রহমান রাজা চার ওভারে মাত্র ১৪ রান দিয়ে চার উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্সের শুরুটা শুরুটা ভালো ছিল। নাজমুল হোসেন শান্ত ৪১ বলে ৪৩ রান করেন।

কলিন অ্যাকারম্যান ১ রানে আউট হয়ে গেলেও জাকির হাসান ২১ বলে ২৭ রান করেন। মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত থাকায় সিলেট স্ট্রাইকার্স ১২.৩ ওভারে তাদের লক্ষ্যে পৌঁছে যায়।

বিপিএলের এই সংস্করণে সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্বে আট মাস বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

খেলা বিভাগের জনপ্রিয় সংবাদ