• নরসিংদী
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ;   ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে মেধাবী শিক্ষার্থীরা পেলো বৃত্তি ও শিক্ষা উপকরণ 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:০৫ পিএম
নরসিংদীতে মেধাবী শিক্ষার্থীরা পেলো বৃত্তি ও শিক্ষা উপকরণ 
শিক্ষা উপকরণ বিতরণ

হলধর দাস:  নরসিংদীতে বিভিন্ন বিদ্যালয়ের সততা সংঘের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে দুদক। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এককালীন বৃত্তির টাকা ও শিক্ষা উপকরণ বিতরণ করেন নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল জাকী, দুদকের উপ-পরিচালক মোঃ মোজাহার আলী সরদার ও দুদকের উপ-সহকারী পরিচালক অমিজিৎ দে।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী'র সভাপতিত্বে অনুষ্ঠিত এসম্পর্কিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব রাখেন- জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র ও সাবেক দুদক কর্মকর্তা বেলাব উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু আরিফ সিদ্দিকী। 

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বশিরুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি  মোঃ তফাজ্জল হোসেন, সদস্য হলধর দাস, মোস্তাক আহমেদ ভূঞা, এড. ইয়ামিনা হাসানাত চৌধুরী, মনজিল-এ-মিল্লাত, মোখলেছুর রহমান রানা সহ বিভিন্ন উপজেলার সভাপতি সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রত্যেক শিক্ষার্থীকে ৬ হাজার টাকা এবং বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বৃত্তি ও উপকরণ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা হলো; রায়পুরার সেরাজনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র খায়রুল ইসলাম ইমন, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী পারভীন আক্তার, মনোহরদীর এইচ কে বিপুল স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সায়েম, তারাকান্দী উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী সুমাইয়া আক্তার, পলাশ উপজেলার ডাঃ নজরুল বিন নূল মহসিন গার্লস কলেজের ছাত্রী মোছা: হাফছা, পলাশ থানার উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো: রাকিবুল হাসান সজিব, শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র মাহবুব হাসান, শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজের ছাত্রী ইসরাত জাহান প্রীতি, নরসিংদী সদরের আইডিয়াল হাই স্কুলের শিক্ষার্থী মোছা: মুক্তা আক্তার ও মো: শাহরিয়ার আলম আবির, বেলাব সরকারী পাইলট মর্ডাণ মডেল হাই স্কুলের শিক্ষার্থী আরমান হোসেন ও নূসাইফা জাহান নাবিয়া। 
 

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ