• নরসিংদী
  • বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ;   ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:২০ পিএম
নরসিংদীতে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ 
ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি: নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী মো. রেজাউল করিমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (২৯ জানুয়ারি) পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।

নরসিংদী  পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন সিভিলের ছাত্র আলামীন,বিল্লাল, তহিদ, ডিপ্লোমা ইন কম্পিউটারের ছাত্র রাতুল,আলিদ, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যালের ছাত্র তন্ময়, আর এসির ছাত্র আবির বলেন, 'অধ্যক্ষ রেজাউল করিম স্যার আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটে দায়িত্ব গ্ৰহণের পর থেকে লেখাপড়ার মান ও পরিবেশগত অনেক উন্নয়ন হয়েছে।'

তারা আরো বলেন, একটি চক্র কিছুদিন ধরে স্বার্থ হাসিলের জন্য অসৎ উদ্দেশ্যে অধ্যক্ষ স্যারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। সম্প্রতি মিথ্যা অপবাদ দিয়ে ৬/৭ জন মিলে একটি মানববন্ধন করেছে ওই চক্রের লোকজন। আমরা এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং যারা অপপ্রচার চালাচ্ছে তাদের সঠিক বিচার দাবি করছি।

ফুড ডিপ্লোমার ছাত্র আরিফুল ইসলাম বলেন, আমি না বুঝে তাদের সাথে মানববন্ধনে দাঁড়িয়ে ছিলাম। আমাকে মানববন্ধনে দাঁড়াতে বাধ্য করেছিল। আমি যা বলেছি তা সঠিক নয়, এজন্য দুঃখ প্রকাশ করছি।
ফুড ডিপ্লোমার ছাত্র আনিসুর রহমান বলেন, 'অধ্যক্ষ স্যারের বিরুদ্ধে যে সব তথ্য প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আমাকে জোরপূর্বকভাবে মানববন্ধনে দাঁড় করিয়েছে তারা। আমি অপপ্রচারের বিরুদ্ধে নিন্দা জানাই। আমি না বুঝে  মানববন্ধনে দাঁড়ানোর জন্য দুঃখ প্রকাশ করছি।'

জাগো নরসিংদী/মানিক 

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ