• নরসিংদী
  • রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ;   ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

হত্যা রহস্য উদঘাটন আসামি গ্রেফতার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:০২ এএম
হত্যা রহস্য উদঘাটন আসামি গ্রেফতার

হলধর দাস: নরসিংদী রায়পুরায় চালককে হত্যা করে অটো গাড়ি ছিনিয়ে নেয়ার ঘটনার রহস্য উদঘাটন করেছে নরসিংদী সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতার করেছে হত্যার ঘটনায় জড়িত তিন আসামী এবং উদ্ধার করেছে ছিনিয়ে নেয়া অটো গাড়িটিও। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ। 

ঘটনার বিবরণে প্রকাশ, গত ১৭/০৬/২০২৪ খ্রিঃ তারিখ বিকাল অনুমান সাড়ে ৫টার সময় নরসিংদী মডেল থানাধীন বাদুয়ারচর দড়িপাড়া সাকিনস্থ মোঃ আব্দুর রব এর বাড়ীর পরিত্যক্তি দু'চালা টিনের ঘরের পিছনে ভিকটিম সিরাজ মিয়ার লাশ পাওয়া যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমর স্ত্রী রত্না (৩৫), স্বামী-মৃত সিরাজ মিয়া, পিতা- মোবারক হোসেন, সাং-বীরভদ্র (বালাটালী), থানা-মাহিগঞ্জ, জেলা-রংপুর এ/পি সাং-হাজীপুর চকপাড়া (আমান উল্লার বাড়ীর ভাড়াটিয়া), থানা ও জেলা-নরসিংদী বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলার এজাহার দায়ের করিলে একটি মামলা রুজু করা হয়। মামলা নং-২৩, তারিখ-১৮/০৬/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ 

পেনাল কোড মোডাবেক মামলা রুজুর পর অফিসার ইনচার্জ  তানভীর আহমেদ এর নেতৃত্বে  নরসিংদী মডেল থানা পুলিশের  প্রত্যক্ষ তৎপরতায় মামলার তদন্তকারী অফিসার এসআই/আব্দুল গাফফার পিপিএম-বার মামলাটি প্রকাশ্য ও গোপনে ব্যাপক তদন্ত চালিয়ে এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীদের সনাক্ত করে। পরে  সনাক্তকৃত  আসামীদের অবস্থান নির্ণয় করত: ঘটনার সহিত জড়িত আসামী ১। মামুন মিয়া (৩০), পিতা-মৃত বিল্লাল মিয়া, সাং-হাজীপুর (পূর্ব পাড়া পিন্টু চেয়ারম্যানের বাড়ীর সামনে), থানা ও জেলা-নরসিংদীকে ইং ১৯/০৬/২০২৪ খ্রিঃ তারিখে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

পরবর্তীতে ইং ২৪/০৬/২০২৪ খ্রিঃ তারিখ হত্যা মামলায় জড়িত অপর আসামী ২। মোঃ রুবেল মিয়া (৩৬), পিতা-ফজলুল হক, মাতা-ফাতেমা বেগম সাং-বাদুয়ারচর (কবরস্থান সংলগ্ন), থানা ও জেলা-নরসিংদীকে বীরপুর এলাকা হতে গ্রেফতার করে ঘটনার বিষয়ে নিবিরভাবে জিজ্ঞাসাবাদ করে।

সে হত্যা কান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং ভিকটিম সিরাজ মিয়ার অটো গাড়ী আসামী খোকন মিয়াও খোকা, পিতা-মৃত সাহা উদ্দিন সাং-শেরপুর, থানা-শিবপুর জেলা-নরসিংদীর নিকট বিক্রি করেছে বলে জানায়। অতপর, আসামী মোঃ রুবেল মিয়াকে সাথে নিয়ে শিবপুর থানাধীন শেরপুর এলাকা হতে আসামী খোকন ওরফে খোকা মিয়াকে গ্রেফতার করা হয় এবং তার নিকট থেকে অটো গাড়ীটি উদ্ধার করা হয়। আসামী উক্ত ঘটনার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মতে স্বীকারোক্তমূলক জবানবন্দি প্রদান করে।
 

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ