• নরসিংদী
  • বুধবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

ফলের গন্ধে


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ২০ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:০২ পিএম
ফলের গন্ধে

আসাদ সরকার 

বর্ষা আসলে বৃষ্টির ঢল
মধুর মাসে পাকছে ফল 
গাছের ডালে ডালে,
আম কাঁঠালে মধুর ঘ্রাণে
ভরা গ্রীষ্মের কালে।

গাছের ডালে পাকছে আম
পাতার নিচে দুলছে জাম
এই মধুর মাসে, 
আনারসের মিষ্টি সুবাস
বাতাসে তাই ভাসে। 

ফলের গন্ধে হারিয়ে যাবো
মনের সুখে গান ধরবো 
বনলতার মাঝে, 
মিষ্টি ফলের সুবাস পাবো
সকাল কিংবা সাঁঝে।

আম কাঁঠালে সুবাস ভাসে 
মধুর মাসে কুটুম আসে
হাতে ফলের ঝুড়ি,
ফলের গন্ধে মনটা খুলে
গান ধরছে বুড়ি।

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ