আসাদ সরকার
বউদির মেজাজ বড্ড গরম লঙ্কা নেই তার ঘরে, বাসন কোসন ভাঙছে বউদি দাদা সামনে আসেন যদি মারবে চিপে ধরে। লঙ্কার বাজার চড়া! খাইছে দাদা ধরা! আমার সাথে হচ্ছে নাকি ভাইয়া কোনো ছল? দাদার মনে ভাবনা এখন ক্যামনে বউদি হবে শীতল।