• নরসিংদী
  • শনিবার, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ; ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ;   ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদী শিল্পকলা একাডেমিকে আধুনিকায়ন করে গড়ে তোলা হবে : মহাপরিচালক 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০১:২৬ এএম
নরসিংদী শিল্পকলা একাডেমিকে আধুনিকায়ন করে গড়ে তোলা হবে : মহাপরিচালক 

স্টাফ রিপোর্ট: নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি ভবনকে আধুনিকায়ন করে গড়ে তোলা এবং পাশে একটি মনোরম পরিবেশে লাইব্রেরি প্রতিষ্ঠা করা  হবে বলে মন্তব্য করেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বিশিষ্ট কবি রেজাউদ্দিন স্টালিন। 

সাহিত্যের সন্ধানে নরসিংদী জেলা কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান ৩১ অক্টোবর বিকেলে নরসিংদীর পিনাকল স্কুল এন্ড কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার রুনা লায়লা। নরসিংদীর কৃতি সন্তান কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজলকে সংবর্ধনা প্রদান করা হয়। 
বিশিষ্ট শিল্পপতি আল আমিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিপ সুপার  আনোয়ার হোসেন শামীম, আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের সহকারী অধ্যাপক ও কবি খাদেম রসূল সরকার, শিক্ষাবিদ মঈনুল ইসলাম মিরু, সৃজনশীল প্রকাশক ও সংগঠন নাজমুল হাসান সোহাগ, কবি ও সাহিত্যিক নুরুল ইসলাম নূরচানসহ আরো অনেকে। 

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাহিত্যের সন্ধানের প্রতিষ্ঠাতা কবি ও ছড়াকার আসাদ সরকার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইমদাদুল হক খোকন ও সৈয়দ মাহবুব তামিম। বিকাল তিনটা থেকে রাত ৮ টা পর্যন্ত অনুষ্ঠানের বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয়।

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ