
যুদ্ধ মুক্ত বিশ্ব গড়তে
এমন একটি যন্ত্র আবিষ্কার
করা দরকার
যে যন্ত্রের উপর দাড়ালে
মানুষের কুপ্রবৃত্তিগুলো
নির্ণয় করা যাবে।
এমন একটা ঔষধ আবিষ্কার
করা দরকার যা খেলে
মানুষের কুপ্রবৃত্তিগুলো
ধ্বংস হয়ে যাবে।
যদি মানুষের কুপ্রবৃত্তি
নির্ণয়কারী যন্ত্র আবিষ্কার হয়,
যদি মানুষের কুপ্রবৃত্তিগুলো
ধ্বংসকারী ঔষধ আবিষ্কার হয়,
তবে জন্ম নিবে পৃথিবীতে
আলোকিত বিজ্ঞান।
যে বিজ্ঞান যুদ্ধ মুক্ত
বিশ্ব গড়তে পারেনা
সে বিজ্ঞান অচেতন অজ্ঞান।
আলোকিত বিজ্ঞান জন্ম
নিলে সারা বিশ্বে যুদ্ধ
হত্যা, গুম, খুন
বন্ধ হবে। প্রতিষ্ঠিত
হবে বিশ্বশান্তি।
আমি যুদ্ধ মুক্ত
পৃথিবী গড়তে চাই,
তাই আলোকিত বিজ্ঞানের
দিকে হাত বাড়াই।