• নরসিংদী
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ;   ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে ছাত্রদলের সংঘর্ষ : চিকিৎসাধীন আরও ১ নেতার মৃত্যু


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ২৬ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:১৮ পিএম
নরসিংদীতে ছাত্রদলের সংঘর্ষ : চিকিৎসাধীন আরও ১ নেতার মৃত্যু
নিহত আশরাফুল

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত চিকিৎসাধীন ছাত্রদল নেতা আশরাফুল (২২) এর মৃত‍্যূ হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুই পক্ষের সংঘর্ষের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে  জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান (৩৫) মারা যায়।

তবে এ ঘটনায় থানায় এখনো কোন মামলা  হয়নি।  

নিহত জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান (৩৫) নরসিংদী শহরতলী বাদুয়ারচর গ্রামের মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে। অপর নিহত আশরাফুল পৌর শহরে সাটিরপাড়া এলাকার নাজমুল হকের ছেলে ।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পদবঞ্চিত
 ছাত্রদলের নেতারা একটি মোটরসাইকেল শোভাযাত্রায় ঘোষিত কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলখানা মোড় হয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে যাবার পথে প্রতিপক্ষ গ্রুপটি তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং লক্ষ‍্য করে গুলি চালালে সাদেকর রহমান ও আশরাফুল নামে দুইজন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

এসময় প্রতিপক্ষের গ্রুপটি দুটি মোটর সাইকেল ভাঙ্চুর করে এবং মোটরসাইকেল আরোহী ছাত্রদল নেতাদের মারধোর করে। এতে আরও চার ছাত্রদল নেতা আহত হয়। এদিকে গুলিবিদ্ধ সাদেকুল ও আশরাফুলকে নরসিংদী জেলা হাসপাতাল নেয়া হলে কর্তব‍্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঢাকায় নেয়ার পথে সাদেকুর মারায়। এর ১দিন পর শুক্রবার সকালে চিকিৎসাধীন অপর ছাত্রদল নেতা আশরাফুল মারা যায়।

পদবঞ্চিত ছাত্রদল নেতা মাইন উদ্দিন ভূঁইয়া  জানান, গতকাল সাদেক মারা যায়। আর আজ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুলও মারা গেলো। আমরা এই হত্যাকান্ডের বিচার চাই।

উল্লেখ‍্য, গত ২৬ জানুয়ারি সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি, মাইন উদ্দিন ভূঁইয়াকে সিনিয়র সহ-সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে নরসিংদী জেলা ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।

মাইন উদ্দিন ভূঁইয়া ওই কমিটির সাধারণ সম্পাদক পদপ্রত‍্যাশী ছিলো। কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় 
এরপর থেকে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে 
তার অনুসারীরা আন্দোলন চালিয়ে আসছিলেন। এই জেরে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর খোকনের চিনিশপুরের বাসভবন তথা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে একাধিকবার হামলা ভাওয়চুর ও গুলিবর্ষনের ঘটনা ঘটে।

জাগোনরসিংদী/শহজু

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ