• নরসিংদী
  • সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ;   ১৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি পুরস্কার পেলেন নুরুল ইসলাম নূরচান 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:৩৯ পিএম
নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি পুরস্কার পেলেন নুরুল ইসলাম নূরচান 
ডিসির কাছ থেকে পুরস্কার নিচ্ছেন নূরচান

সাহিত্যডেস্ক: সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি পুরস্কার-২০২৩ পেয়েছেন শিবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট কবি ও সাহিত্যিক নুরুল ইসলাম নূরচান। 

গত ১১ জুলাই সন্ধ্যার পর নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২২, ২০২৩ এবং ২০২৪ সম্মাননা প্রদান করা হয়। শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য মোট ১৫জনকে এই সম্মাননা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক জনাব রাশেদ হোসেন চৌধুরী। তাঁর কাছ থেকে নুরুল ইসলাম নূরচানসহ অন্যরা উত্তরীয়, মেডেল, সনদপত্র এবং আর্থিক সম্মানী গ্রহণ করেন। উল্লেখ্য যে, এটি তাঁর একমাত্র সরকারি পুরস্কার অর্জন। এর আগে বেসরকারি তিনটি পুরস্কার পেয়েছিলেন তিনি। 

সম্মাননার জন্য তাঁকে মনোনীত করায় সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। 

নুরুল ইসলাম নূরচান ১৯৭৪ সালের ১ জানুয়ারি নরসিংদীর শিবপুর উপজেলার পেতিপলাশী গ্রামের কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম : সামসুউদ্দিন, মা মরহুমা : মরিয়ম বেগম। 

১৯৯৭ সালের মহান একুশে বইমেলায় 'এরই নাম জীবন' উপন্যাস প্রকাশের মাধ্যমে লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। ২০২৫ সাল পর্যন্ত গল্প, উপন্যাস ও কবিতার মোট ৬টি একক বই প্রকাশিত হয়েছে। যৌথ প্রকাশিত গ্রন্থ আছে আরো ছয়টি। তাঁর লেখা গল্প কবিতা স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে। ইতিমধ্যে তিনি পাঠকপ্রিয় একজন লেখক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

উল্লেখ্য যে, এর আগে কবি খান মোহাম্মদ মইনুদ্দিন, বাংলাদেশ কবি সংসদ এবং আমীর প্রকাশন সাহিত্য পুরস্কার ২০১০ অর্জন করেছিলেন।

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ