• নরসিংদী
  • বুধবার, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ; ০৭ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ;   ০৭ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

পদ্মা সেতু


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ১৭ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৪০ পিএম
পদ্মা সেতু
ছবি সংগৃহীত

রুমী খান 

পদ্মা সেতু নিয়ে যাদের 
এত মাথা ব্যথা 
জনগণের টাকায় তৈরি 
আর বলো না কথা 

পদ্মা সেতু দেখতে যাবো 
সবাই মিলে আমরা
প্রহর গোনা হইলো যে শেষ  
দেশের আম জনতার। 

স্বপ্ন ছিলো পদ্মা সেতু
হবে যে এই বাংলায় 
শত বাধা পেরিয়ে আজ 
জয় হলো পুরোটায়।

স্বপ্ন দেখতে নেই তো বাধা 
নেই তো অপরাধ 
শত বাধা শেষে যে আজ 
নিবো আনন্দের স্বাদ।

পদ্মা কেন মারবে মানুষ 
নিবে মানুষের প্রাণ 
পদ্মা তো ভাই নিষ্ঠুর যে নয় 
অনেক অনেক মহান।

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ