• নরসিংদী
  • শুক্রবার, ১৪ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১৪ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
website logo

রহস্যময়ী


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ৩০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:০৫ পিএম
রহস্যময়ী

আসাদ সরকার

এলো আষাঢ় আকাশে ঘন কালো মেঘ 
অঝরে ঝরে সারাদিন বৃষ্টি, 
পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে এক রহস্যময়ী
অপরূপা যে কেড়েছে আমার দৃষ্টি। 
যার চোখে আছে হিজল ফুলের সুগন্ধি 
ঠোঁটে কথার বাঝে ফোটে সূর্যে মতো কদম ফুলের হাসি 

যার চোখে ঝরে মুক্ত মতো জলরাশি
বারান্দায় দাঁড়িয়ে হাত দিয়ে ছোঁয়ে ছোঁয়ে
বলতে ইচ্ছে করে ভালোবাসি। 
তারই কেশের সুগন্ধে ফুটে কেয়া, 
তারই সুখদর্শনে ফুটে দোলনচাঁপা আর বকুল 
গন্ধহীন শাপলা আর ঘাসফুল। 
তার কণ্ঠে রিমিঝিম সুরে মিষ্টি মধুর গান
এ গানই কেড়ে আমার জীবন যৌবন প্রাণ।

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ