
আকাশে হেলান দিয়ে ঘুমাও তুমি,
তোমার সোন্দর্যে মোহিত ফুল পাখি আর আমি!
যাবো তোমার ঘরে কোণে কোণে যে সবুজে ঘেরা কানন কুসুমিত হয়ে আছে সেখানে না হয় একটু জিরিয়ে নেবো,
পাহাড়ি রাস্তায় হেঁটে আসবো তোমার সুখের পরশে,
সাধ্য যদি থাকতো আমার কিনে নিতাম ক্ষণিক সুখে,
তোমার মতো স্থির হয়ে জীবনের সব ঝড় সামলে নিতাম!
তোমার রাজ্যর ফুল পাখি সব আমার হতো,
জানো পাহাড়? ছোট বেলায় খুব ইচ্ছে ছিল একটা ছোট নদী কিনবো!
সময়ের সাথে হারিয়ে গেল নদী কেনার ইচ্ছে টুকু,
তারপর তো তোমার রাজ্য জুড়েই ছিল আমার মনে বাস,
তোমার সবুজের সমারোহ ও ছোঁয়ায় আমার সকাল সন্ধ্যা ও দুপুর গড়ায়।
তারচেয়ে ঢের ভালো ছিল ছোট্ট বেলার সেই নদীর কেনার শখগুলো,
বৃষ্টি হলেই নৌকা বানিয়ে নদীর বুকে ভাসিয়ে দিতাম!
সেই সাথে কত সুখের প্রহর কাটাতাম।