• নরসিংদী
  • বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ;   ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

ভাটপাড়ায় সন্ত্রাসী হামলা ও লুটতরাজের  শিকার একটি পরিবার 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ১০ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:৩৮ পিএম
ভাটপাড়ায় সন্ত্রাসী হামলা ও লুটতরাজের  শিকার একটি পরিবার 

স্টাফ রিপোর্টার: নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার অধীন পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া টেংরারটেক গ্রামে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন লোকমান হেকিম নামে এক সমাজ সেবক ও তার পরিবার। বাড়ীর সীমানা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী জয়নাল সরকারের ছেলে সাত্তার মিয়ার নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসীরা দেশের রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের সুযোগ নিয়ে গত ৫ আগস্ট রাতের বেলা হামলা চালিয়ে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে মূল্যবান গ্লাস, দরজা, খাট, থাইগ্লাস, কমোট, বেচিং ও বহুমূল্যবান পাইপ ভেঙ্গে চুরমার করে দয়ে। শুধু তাই নয় সন্ত্রাসীরা বিল্ডিং নির্মাণের জন্য রক্ষিত বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী, রাজমিস্ত্রির হার্ডওয়ারের মালামাল ও অন্যান্য মূল্যবান সামগ্রীসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনার পূর্বে গত ২০ মার্চ দুপুর বেলায় উল্লেখিত সস্ত্রাসীরা একই কায়দায় লোকমান হেকিমের বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীর ব্যাপক ক্ষতি সাধন করে। পরে বাধ্য হয়ে এর প্রতিকার চেয়ে লোকমান হোসেনের স্ত্রী রাশিদা আক্তার উল্লেখিত সন্ত্রাসীদের নামে মাধবদী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার জিডি নং-১৪৯০, তারিখ: ২৭/০৪/২০২৪ইং। 

ঘটনাটির ব্যাপারে লোকমান হেকিম নরসিংদী 
সেনাক্যাম্পে একটি লিখিত অভিযোগ করলে গত ১০ আগস্ট সেনাক্যাম্পের কর্মকর্তা ঘটনাস্থল ভাটপাড়ার টেংরারটেক লোকমান হেকিমের বাড়ীতে যান। সেনাবাহিনী আসার খবর পেয়ে সন্ত্রাসী সাত্তার ও তার পিতা জয়নাল সরকারসহ সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ