• নরসিংদী
  • মঙ্গলবার, ৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ১৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ;   ১৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

কবিতা / আলাপ সংক্ষেপ


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ০৯ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৪৬ পিএম
কবিতা / আলাপ সংক্ষেপ
ছবি : সংগৃহীত

মো. কবির আহমেদ: গোলাপের কান্নার মত বড় সাহেবদের কাছে আলাপ সংক্ষেপ, পথের শিশুটি হাত পেতে বলতে থাকে, 'সারাদিন  কিছু খাইনি, দুইডা টেয়া দেননা আফা।'

তার আর কিছু বলার নেই। কারণ, জীবন সংগ্রামে অনেক দৌড়াতে হবে, তাই তার আলাপ সংক্ষেপ।

ট্রেনের পিছু ছুটে চলা একদল বালকের ভবিষ্যৎ নিশ্চুপ, ডাস্টবিন যাদের খাবার ঘর, ময়লা ছেঁড়া জামা, তবু তারা উলঙ্গ বালক। পথের ল্যামপোস্ট তাদের আলো দিয়ে রাতের অন্ধকার দূর করে আর দিনে সূর্য, কাছে এসে মনের অন্ধার দূর করবে-

এমন কজন আছে? কারণ, তাদের আলাপ সংক্ষেপ।

বড় সাহেবদের কাছে যারা সংক্ষেপ, প্রকৃতি তাদের আপন করে নিয়েছে নিজের মত করে।

এ জগতের সবার আলাপ সংক্ষেপ, চেয়ে থাকি দেখিনা, বোবাকালা হয়ে থাকি কিছু বুঝি না, কিছু বলার নেই, কিছু করার নেই। কারণ, আমারও আলাপ সংক্ষেপ।

 

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ