• নরসিংদী
  • সোমবার, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ;   ১৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

মাধবদী প্রেসক্লাব নির্বাচনে মকবুল হোসেন সভাপতি ফজলুল হক সম্পাদক নির্বাচিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:৫২ পিএম
মাধবদী প্রেসক্লাব নির্বাচনে মকবুল হোসেন সভাপতি ফজলুল হক সম্পাদক নির্বাচিত 

মকবুল হোসেন : দীর্ঘ ৪৩ বছর পর মাধবদী প্রেসক্লাবের বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মকবুল হোসেন সভাপতি, ফজলুল হক সম্পাদক মোঃ জাকারিয়া সহ-সাধারণ সম্পাদক ও মনিরুজ্জামান কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছে। 

শনিবার বিকেল সাড়ে চারটায় মাধবদী প্রেসক্লাব পরিচালনা পর্ষদ  নির্বাচন কমিশনার মোঃ ওয়াইজ উদ্দিন আকন্দ ভোট গগনা শেষে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে একইদিন  সকাল ১০ টা থেকে বিকেল চারটা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটে সভাপতি পদে মকবুল হোসেন ১৪ ভোট, আবুল হাসনাত মাসুম ৬ ভোট এবং জয়নাল আবেদীন ০ ভোট পান। সাধারণ সম্পাদক পদে ফজলুল হক ১১ ও মুছা মিয়া ০৯ ভোট পান।

সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ জাকারিয়া ১২ ভোট ও হুমায়ুন কবির ০৮ ভোট পান। অপরদিকে কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম ০৭ ভোট এবং মনিরুজ্জামান ১৩ ভোট পেয়ে বিজয়ী হন।

মাধবদী প্রেসক্লাব প্রতিষ্ঠার দীর্ঘ ৪৩ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করার সুযোগ সৃষ্টি হওয়ায়  সাংবাদিক সমাজসহ সাধারণ শ্রেনী-পেশার মানুষ সন্তোষ প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে ও প্রেসক্লাব সহ সকল নির্বাচনে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

মাধবদী প্রেসক্লাবের নির্বাচনে সকলের আশার প্রতিফলন ঘটিয়ে বিএনপির পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে উল্লেখ করে  তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর-১ আসনের সাবেক সংসদ সদস্য  খায়রুল কবির খোকন বলেন, মাধবদী প্রেসক্লাবের নির্বাচনের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে।

এসময় মাধবদী প্রেসক্লাব নির্বাচনে বিপুল ভোটের ব্যাবধানে বিএনপি প্যানেল বিজয়ী হওয়ায় বিজয়ীদের বিএনপি কেন্দ্রীয় কমিটি ও জেলা বিএনপির পক্ষ থেকে অভিবাদন জানান তিনি।

 

গণমাধ্যম বিভাগের জনপ্রিয় সংবাদ