• নরসিংদী
  • রবিবার, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ৩১ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ;   ৩১ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

শিবপুর প্রেসক্লাবের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ০৯ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৫৯ পিএম
শিবপুর প্রেসক্লাবের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কেক খাওয়ানো হচ্ছে অতিথিদের

নিজস্ব প্রতিনিধি: নর‌সিংদীর শিবপুর প্রেসক্লা‌বের ১৮তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী পালিত হয়েছ। এ উপল‌ক্ষে র‌্যা‌লি,আ‌লোচনা ও ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।                  

র‌োববার (৯ এ‌প্রিল) বিকা‌লে উপ‌জেলা মিলনায়‌ত‌নে প্রেসক্লা‌বের সভাপ‌তি এসএম খোর‌শেদ আল‌মের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক এসএম আ‌রিফুল হাসা‌নের সঞ্চালনায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক সভাপ‌তি ও উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান।              

বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার জি‌নিয়া জিন্নাত, উপ‌জেলা আওয়ামী লী‌গের ভারপ্রাপ্ত সভাপ‌তি মহসীন না‌জির,সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রা‌খিল।  

আরো বক্তব্য রাখেন শিবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নূরুল ইসলাম নূরচান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ অন্যরা।                    

এসময় প্রেসক্লা‌বের সাংবা‌দিকবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।  আ‌লোচনা ও দোয়া মাহ‌ফি‌লের পূ‌র্বে উপ‌জেলা প‌রিষদ চত্ত্ব‌র থে‌কে এক‌টি র‌্যা‌লি বের হ‌য়।

আলোচনা সভাশেষে কেক কাটা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ কমপ্লেক্স মসজিদের ইমাম মাওলানা শেখ আব্দুল কাইয়ুম। 

জাগো নরসিংদী টুয়েন্টিফোর ডটকম 
 

গণমাধ্যম বিভাগের জনপ্রিয় সংবাদ