• নরসিংদী
  • বৃহস্পতিবার, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ২৯ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ;   ২৯ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০:২১ পিএম
রায়পুরা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১টায় প্রেসক্লাব কার্যালয়ে সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের সাবেক মহাপরিচালক ও বাংলাভিশনের প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিক। 

রায়পুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সভার উদ্বোধন করেন   রায়পুরা প্রেসক্লাবের উপদেষ্টা ও উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। 

রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হকের সঞ্চালনায় সাধারণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল রহমান খোকন, আমীরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম মোজ্জামেল হক, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোছলেহ উদ্দিন বাচ্চু, মো. জয়নাল আবেদিন, বশির আহমেদ মোল্লা, মো. মোস্তফা খান,  
মাহাবুর রহমান লিটন, এম নুর উদ্দিনসহ সাবেক বর্তমান সকল সদস্যবৃন্দ। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, নানা কারণে, সময়ের বিবেচনায়, শাসনের বিবেচনায় সমস্ত মিডিয়া প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। ঐক্যের কোন বিকল্প নাই। আপনাদের মধ্যে যদি ঐক্য থাকে তাহলে আপনাদের প্রতিষ্ঠান সুন্দর থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গণমাধ্যম বিভাগের জনপ্রিয় সংবাদ