
স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরা প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল উপজেলার দুই কৃতি সন্তান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও সিনিয়র সচিব জ্বালানি খনিজ বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মো. ওয়াহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে।
রবিবার (২৫ মে) সকালে রায়পুরা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিনের নেতৃত্বে সচিবালয় তাদের সাথে এ সৌজন্য সাক্ষাৎ করেন ক্লাবের প্রতিনিধি দল।
সৌজন্য সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন বকুল, রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, প্রেস ক্লাবের উপদেষ্টা আব্দুর রহমান খোকন, প্রেসক্লাবের নির্বাহী উপদেষ্টা বশির আহমেদ মোল্লা, নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রফিকুল হক রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক সালেক আহমেদ পলাশ ও দপ্তর সম্পাদক খন্দকার শাহ নেওয়াজ।
বাংলাদেশ সচিবালয় সংরক্ষিত এলাকা এখানে জনসাধারণের প্রবেশাধিকার নিষেধ। বিষয়টি অবগত থাকায় নবগঠিত কার্যনির্বাহী কমিটির সকলের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪ জন সদস্য সৌজন্য সাক্ষাতে প্রতিনিধিত্ব করেন।
সৌজন্য সাক্ষাৎকালে রায়পুরা প্রেসক্লাবের নবগঠিত কমিটির প্রতিনিধি দলকে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনার উপর বিভিন্ন দিকনির্দেশনা দেন উপজেলার দুই কৃতি সন্তান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও সিনিয়র সচিব জ্বালানি খনিজ বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মো. ওয়াহিদ হোসেন।