
মকবুল হোসেন : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় মাধবদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাধবদী প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, তুহিন হত্যাকাণ্ড জাতিকে স্তম্ভিত করেছে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার হাতে হত্যার তীব্র নিন্দা জানিয়ে ঘোষণা দেন—সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না।বক্তব্য রাখেন মাধবদী প্রেসক্লাবের আহবায়ক অধ্যাপক শেখ শাদি, আহবায়ক সদস্য ওবায়দুর রহমান, জি এম মতিউর রহমান শাহ,সিনিয়র সদস্য আলহাজ্ব এ কে ফজলুল হক, সাবেক সভাপতি মোঃ মকবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া, মোঃ নজরুল ইসলাম, ফজলুল হক মিলন, মুছা মিয়া, আল আমিন, জয়নাল আবেদীন, রেজাউল করিম প্রমুখ।