নাসিম আাজাদ: নরসিংদীর পলাশে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
সোমবার (৬ জুন) সকালে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে পলাশ উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, উপজেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়, র্যালি শেষে উপজেলা প্রেসক্লাব কক্ষে কেক কাটা হয়।
এসময় র্যালি ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শরিফুল হক, পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও পত্রিকাটির প্রতিনিধি এস এম শফি, পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লা মনা সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।