• নরসিংদী
  • সোমবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

চলে গেলেন রায়পুরার সাংবাদিক আব্দুল কাদিরের পিতা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:৫৮ পিএম
চলে গেলেন রায়পুরার সাংবাদিক আব্দুল কাদিরের পিতা

স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও কালের কন্ঠ পত্রিকার রায়পুরা প্রতিনিধি আব্দুল কাদিরের পিতা আব্দুল হক হৃদ যন্ত্র বন্ধ হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বুধবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকাস্থ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

মৃত্যুকালে মহরমের বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক আব্দুল কাদির জানায়, গত  সোমবার (২২ এপ্রিল) তার পিতা আব্দুল হক অসুস্থ অনুভব করলে উনাকে নরসিংদী ডায়াবেটিস হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে মরহুম আব্দুল হক পুনরায় বুকে ব্যাথা অনুভব করলে উনাকে দ্রুত হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক করোনারি পর্যবেক্ষণ কেন্দ্র (সিসিইউ) এ ভর্তি দেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার দুপুরে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

এর আগে মরহুম আব্দুল হক দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগসহ নানাবিধ রোগে আক্রান্ত ছিল।

পরে বাদ মাগরিব রায়পুরার পান্থশালা মাদরাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রায়পুরা উপজেলা প্রেসক্লাবের সদস্যসহ জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জানাজা শেষে মরহুমের পৈত্রিক নিবাস শ্রীনগর ইউনিয়নের মুর্শিদাবাদ গ্রামের পারিবারিক কবরস্থানে গঠন করা হয়।

গণমাধ্যম বিভাগের জনপ্রিয় সংবাদ