
আসাদ সরকার
স্বপ্ন দেখি হবো চাষি
রাখাল হয়ে বাজাব বাঁশি
এতেই আমার সুখ,
ভালো হয়ে বেঁচে থাকা
পাল্টে দিবো জীবন চাকা
ঘুচে যাবে দুখ।
স্বপ্নের সাথে কথা বলি
বুকে স্বপ্ন নিয়ে চলি
স্বপ্নের মাঝে বাস,
ধনী গরীব সবার সাথে
সুখে দুখে দিনে রাতে
থাকবো বারো মাস।