মকবুল হোসে : নরসিংদীর মাধবদী প্রেসক্লাবের কার্যকরী কমিটি-২৫ এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। গত ২১ অক্টোবর মাধবদী প্রেসক্লাবের নির্বাচন কমিশনার ও মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হারুনূর রাশীদ শাহ ফকির এর স্বাক্ষরিত এক চিঠিতে মাধবদী প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।
তফসিলে ৪/১১/২৫খ্রি. ও ৫/১১/২৫খ্রি. মঙ্গলবার ও বুধবার মনোনয়নপত্র বিতরণ ও জমাদান (সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত)। ৬/১১/২৫খ্রি. বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই (সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত)। ৮/১১/২৫খ্রি. শনিবার প্রার্থীতা প্রত্যাহার (সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত)। ৯/১১/২৫খ্রি. রবিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ক্রমিক নং বরাদ্দ (সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত)। ১৫/১১/২৫খ্রি. শনিবার ভোট গ্রহণ (সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত)। প্রেসক্লাব প্রতিষ্ঠার পর এই প্রথম পূর্ণাঙ্গ প্যানেলে নির্বাচনের তফসীল ঘোষনা করা হয়।
এতে করে মাধবদী প্রেসক্লাবের সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদে প্রার্থীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘ এক বছর ধরে নির্বাচনকে নিয়ে মাধবদীবাসীর নজর প্রেসক্লাবের দিকে। নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থীরা ক্লাবের নেতৃত্বে আসবেন বলে ধারনা করছেন সকলে।