• নরসিংদী
  • শুক্রবার, ৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২৪ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ;   ২৪ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে দু'শতাধিক কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ১৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৩৯ পিএম
শিবপুরে দু'শতাধিক কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
কর্তৃতিত কলাগাছ। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে পূর্ব বিরোধের জেরে বজলু  নামে এক কৃষকের দুইশতাদিক কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার  (১৪ মার্চ) রাতের কোনো এক সময় উপজেলার সাধারচর  ইউনিয়নের সৈয়দের খোলা গ্রামে এ ঘটনা ঘটে।

পূর্ব শত্রুতার আক্রোশে প্রতিপক্ষের লোকেরা এমনটা ঘটিয়েছে বলে দাবি ভুক্তভোগীর। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সৈয়দের খোলা গ্রামের ওই কৃষক তার ৩০শতক জমিতে ২২০ কলা গাছ রোপণ করেছেন। কিছু গাছে কলা ধরেছিল।

বুধবার  (১৫ মার্চ) সকালে কলা বাগানে গিয়ে দেখতে পান সবগুলো কলা কাছ কাটা।

রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা এমন কাণ্ড ঘটিয়েছেন বলে ওই কৃষক দাবি করছেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে এমনটা করা হয়েছে বলেও তিনি মনে করছেন।

ভুক্তভোগীর ছেলে আবদুর রহমান  বলেন, ‘দুর্বৃত্তরা শুধু কলা গাছই কাটেনি। কাঠালের ৫ টি চারা, পেপে গাছ কেটে দিয়েছে । এতে আমাদের লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আইনের আশ্রয় নেব।’

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান বজলু ।

জাগো নরসিংদী/রাসেল মিয়া

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ