
স্টাফ রিপোর্টার: এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান কবিরের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে নরসিংদীতে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। রবিবার (১৮ মে) সকাল দশটায় সদর উপজেলা মোড়স্থ নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলার সর্বস্তরের সাংবাদিক মহলের ব্যানারে প্রায় ঘন্টা কালব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নরসিংদীর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু, নরসিংদী প্রেসক্লাবের সিনিয়র সদস্য হলধর দাস, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুর ইসলাম রিপন, কার্যনির্বাহী সদস্য আব্দুল জলিল মিয়া, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি কাওসার আহমেদ, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি হৃদয় এস সরকার, সাংবাদিক ইউনিয়নের সদস্য ঈদুল ফিতর, নিউজ নরসিংদী টিভির সম্পাদক রাফি আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন সমাজের দর্পণ হিসেবে পরিচিত সাংবাদিকরা দেশ ও জাতীর কল্যাণে সমাজের অন্যায়, অবিচার ও অনিয়মের চিত্রগুলো তুলে এনে সংবাদ হিসেবে তা পত্র-পত্রিকায় প্রকাশ করে থাকে। রোদ, ঝড় ও বৃষ্টিকে উপেক্ষা করে দিবানিশি হামলা-মামলাসহ জীবনের ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ করে সংবাদ আকারে তা পাঠকের কাছে পৌঁছে দেয়। অথচ এই সাংবাদিকরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না। প্রশাসনের নির্লিপ্ততা এবং সরকারের উদাসীনতার কারণে আজ সাংবাদিকরা বারবার হামলার শিকার হচ্ছেন।
মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তায় উচ্চ পর্যায়ের আইন পাস করার দাবী জানান। পাশাপাশি সাংবাদিক মেহেদী হাসান কবিরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে এ হামলার সাথে জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
উল্লেখ্য এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান কবির গত ৮ মে নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর বাজারে সংবাদের তথ্য সংগ্রহ করতে গেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুর্নীতিগ্রস্থ কর্মকর্তা ও আওয়ামী সরকারের দোসর তত্ত্বাবধায়ক প্রকৌশলী খাইরুল বাকেরের নির্দেশের সন্ত্রাসী হামলার শিকার হন। ওই হামলায় সাংবাদিক মেহেদী হাসান কবির রক্তাক্ত জখম হয়ে আহত হয়। এই ঘটনায় বেলাব থানায় ওইদিনই একটি মামলা দায়ের করা হয়েছে।