অনিক সিদ্দিকী
কত দিন দেখিনা মাগো তোমার
হাসি মাখা মুখ।
যে মুখ দেখলে কাটে আমার
আছে যত দুখ।
তুমি যে মা আঁধার রাতের
জোছনার মতো আলো।
তোমায় দেখলে মন যে আমার
হয়ে যায় ভালো।
তুমি যে মা রোগে শোকে
পাশে আমার থাকো
তুমি ছাড়া কেউ না আর
কাছে আসে নাকো।
মাগো আমি যে তোমার স্নেহের
তুলিতে আঁকা ছবি।
তুমি ছাড়া শুধু মাগো আমি
আলো বিহীন রবি।