স্টাফ রিপোর্টার: দলীয় সরকারের অধীনে ঘোষিত একতরফা নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা উদ্যোগের এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল থেকে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল প্রত্যাখান করেছে দলটি।
বৃহস্পতিবার বিকেলে পৌরসভার চত্বর থেকে এই মিছিলটি বের করা হয়। মিছিলটি পৌরসভার চত্বর থেকে শুরু হয়ে হেমেন্দ্র শাহের মোড় হয়ে নরসিংদী রেলওয়ে স্টেশনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা সভাপতি আশরাফ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহ সভাপতি কাউছার আহামেদ ভূইয়া, যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিব বিন মেহের উদ্দিন, স্থায়ী কমিটির সদস্য মাহাবুব হোসেন প্রমুখ।
মিছিলে নেতাকর্মীরা 'এই মুহূর্তে দরকার জাতীয় সরকার এবং অবৈধ তফসিল মানি না মানবো না' সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন।