
হলধর দাস : নরসিংদী'র রায়পুরায় সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক প্রণয় কুমার ভৌমিককে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
হুমকির ঘটনায় নিজের নিরাপত্তার জন্য শনিবার
সাংবাদিক প্রণয় কুমার রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
প্রণয় কুমার ভৌমিক দৈনিক যুগান্তর পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি ও রায়পুরা প্রেসক্লাবের একজন সক্রিয় সদস্য । গত ১৯ আগস্ট দৈনিক যুগান্তরে প্রকাশিত একটি সংবাদের পর এ ঘটনা ঘটে। ওই সংবাদে উল্লেখ করা হয় যে, -" সীমানা জটিলতায় রায়পুরার চাঁনপুর ইউপি নির্বাচন ১৪ বছর ধরে স্থগিত।" সংবাদটি প্রকাশের পর থেকেই অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি তাকে বিভিন্ন মাধ্যমে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিতে থাকে।
প্রণয় ভৌমিক জানান, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। দীর্ঘদিন ধরে আমি রায়পুরার বিভিন্ন সমস্যা জনগণের সামনে তুলে ধরেছি। চানঁপুর ইউনিয়নের দীর্ঘদিনের নির্বাচন স্থগিত থাকার বিষয়টি তুলে ধরার পর থেকেই আমি হুমকির সম্মুখীন হচ্ছি। ফলে, নিজের নিরাপত্তার কথা ভেবে থানায় জিডি করেছি।
এ বিষয়ে রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিন বলেন, একজন সংবাদকর্মীকে হুমকি দেওয়া গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত করা। তারা অনতিবিলম্বে হুমকিদাতাদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ সাংবাদিকদের বলেন, আমরা জনৈক সাংবাদিককে হুমকির একটি অভিযোগ পেয়েছি। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।