• নরসিংদী
  • বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ;   ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

স্মৃতির মিনার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৫৮ পিএম
স্মৃতির মিনার
স্মৃতির মিনার

রবিউল হাসান 

স্মৃতির মিনার উঁকি দিয়ে আকাশ দেখে।
দিগন্তের ওপারে শহীদদের আত্মা ঘুরেফিরে 
বাংলা ভাষায় গান করে।।

আকাশে মেঘ করে,
বৃষ্টি ঝরে --------

স্মৃতির মিনার দূর আকাশে উঁকি মারে 
কার চোখ হতে অশ্রু ঝরে!!
শহীদদের! বিবর্ণ শব্দের!

শহীদদের আত্ম কথার পান্ডুলিপি
অযত্ন অবহেলায় ধূসর হয়।
সবাই ভুলে যায় আত্ম দানের ইতিকথা।

স্মৃতির মিনার আকাশ ছুঁতে চায়।
শহীদদের আত্মার সাথে বলতে চায় 
হৃদয় উজাড় করে সব কথা।

স্বপ্ন উড়ে সাদা পায়রার মতো
দূরে বহু দূরে --------
পরাধীনতার শৃঙ্খল ছিঁড়ে।

ভাষা শহীদদের রক্তের উর্বরতায়
স্বাধীনতার বীজ গজায় -
ফুটে ফুল কৃষ্ণচূড়ায়।
শহীদ মিনার আকাশ ছুঁতে চায়।।

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ