• নরসিংদী
  • শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ৩০ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ;   ৩০ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:১১ পিএম
নরসিংদীতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

হলধর দাস: নরসিংদীতে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র উদ্যোগে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার(২৪ জানুয়ারি) সকাল ১১টায় নরসিংদী রেলওয়ে চত্বর পৌর পার্কে এই মেলার উদ্বোধন করা হয়। 

মেলার উদ্বোধন করেন, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র ভাইস প্রেসিডেন্ট হাসিব আহমেদ মোল্লা, পরিচালক নাজমুল হক ভূঞা, দেলোয়ার হোসেন দুলাল, নাসির আহমেদ রিগান, সারোয়ার হোসেন ভূঞা, ইফরান আহমেদ মোল্লা, এনায়েত সারজিদসহ অন্যান্য চেম্বার সদস্য ও সুধীজন।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, প্রতিবছর সকল জেলায় শিল্প ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। মানুষের শুধু মৌলিক চাহিদা পূরণ করলেই হয় না। বিনোদনেরও প্রয়োজন রয়েছে। বিভিন্ন চাহিদার সাথে শিশু কিশোরদের নিয়ে বিনোদনের জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। 
শিল্প ও বাণিজ্য মেলায় মোট স্টল রয়েছে ১০৫টি। মাসব্যাপী এই মেলা প্রতিদিন চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
 

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ