• নরসিংদী
  • রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ;   ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে শহীদ আসাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমি ফাইনাল অনুষ্ঠিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৪৬ পিএম
শিবপুরে শহীদ আসাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমি ফাইনাল অনুষ্ঠিত 

মো. রাসেল মিয়া: নরসিংদীর শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর ভোরের হাওয়া সংগঠন কতৃক আয়োজিত শহীদ আসাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৩ এর প্রথম সেমি ফাইনাল খেলা দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ের মাঠে গত ৬ অক্টোবর বিকালে অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় মাস্টারদা সূর্য সেন একাদশ ১-০ গোলে ক্ষুদিরাম বসু একাদশকে পরাজিত করে ফাইনালে। উক্ত খেলায় বিদ্যালয় পরিচালনা পরিচালনা কমিটির সভাপতি ও ভোরের হাওয়া সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ সাদী ভুঁইয়া, সেক্রেটারী আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মামুন গাজী  পিএনজ কনসালটেন্ট ঢাকা সিলেট ন্যাশনাল  হাইওয়ে এবং উদ্ভোদক হিসাবে উপস্থিত ছিলেন সাধারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মাছিহুল গনি সরকার স্বপন।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোগল হোসেন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, ক্রিড়া সম্পাদক শামসুল ইসলাম, সিনিয়র সদস্য সুমন, ইকবাল মাহফুজ, মাকছুদুল, চন্দন, বায়েজিদ, রোবেল, নয়ন,মাছুম,টিপু,বশির সহ আরো অনেকে। প্রধান অতিথি আল মামুন গাজী সংগঠনটিকে সার্বিক ভাবে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

শেখ সাদী ভুঁইয়া মাদক নির্মুলে খেলাধুলার গুরুত্বের কথা  তুলে ধরেন। সংগঠনের সভাপতি মোগল হোসেন এসময় মহান মুক্তিযুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং যারা স্কুল প্রতিষ্ঠা করে যান তাদের কথা বলেন।এসময় সাবেক চেয়ারম্যান ও সংগঠনের সাধারণ সম্পাদক লোকমান হোসেন মাদক নির্মুলে সংগঠনের গুরুত্বের কথা তুলে ধরেন।সংগঠনটি ইতিমধ্যে সৃজনশীল কাজের মাধ্যমে সমাজে ব্যপক গ্রহণ যোগতা লাভ করেছে।

শহীদ আসাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রতিপাদ্য  হল, এসো সবাই মিলে শপথ করি মাদক মুক্ত সমাজ গড়ি।'

                          

খেলা বিভাগের জনপ্রিয় সংবাদ